সন্ধি
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দাও।
উত্তরঃ সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি গঠিত হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
নোটঃ নিপাতনে সিদ্ধ সন্ধির কোন সূত্র নেই। এগুলো মুখস্ত করে নিতে হবে।
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
নিপাতনে সিদ্ধ সন্ধি তিন ধরনের হয়ে থাকে যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। সবগুলোর উদাহরণ নিচে দেওয়া হল।
স্বরসন্ধি
- গো + অক্ষ = গবাক্ষ
- অন্য + অন্য = অন্যান্য
- সর+ অন্ধ = সারন্ধ
- দশ + ঋণ = দশার্ণ
- স্ব + ঈরিণী = স্বৈরিণী
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
- কুল + অটা = কুলটা
- গো + ইন্দ্র = গবেন্দ্র
- গো + ঈশ্বর = গবেশ্বর
- মার্ত + অণ্ড = মার্তণ্ড
- বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ
- শার + অঙ্গ = শারঙ্গ
- শুদ্ধ + ওদন = শুদ্ধোধন
- সীমান্ + অত = সীমান্ত
- স্ব + ঈর = স্বৈর
- প্র + ঊঢ় = প্রৌঢ়
ব্যঞ্জন সন্ধি
- আ + চর্য = আশ্চর্য
- বৃহৎ + পতি = বৃহস্পতি
- মনস + ঈষা = মনীষা
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
- গো + পদ = গোষ্পদ
- তৎ + কর = তস্কর
- ষট্ + দশ = ষোড়শ
- বন + পতি = বনস্পতি
- পর + পর = পরস্পর
- এক + দশ = একাদশ
বিসর্গ সন্ধি
- অহঃ + অহ = অহরহ
- অহঃ + নিশ = অহর্নিশ
- আঃ + পদ = আস্পদ
- প্রাতঃ + কাল = প্রাতঃকাল
- ভাঃ + কর = ভাস্কর
- মনঃ + কষ্ট = মনঃকষ্ট
- শিরঃ + পীড়া = শিরঃপীড়া
- হরিঃ + চন্দ্র = হরিশ্চন্দ্র
বিদ্রঃ এই তথ্য গুলো চাকরি, বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ যে কোন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।