বাংলাদেশের নদ নদীর উৎপত্তিস্থল

একমাত্র হালদা নদী ছাড়া বাংলাদেশের সবগুলো নদ নদীর উৎপত্তিস্থল ভারতে অবস্থিত।
দেখে নিন বাংলাদেশের নদ নদীর উৎপত্তিস্থল
প্রশ্নঃ পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে।
প্রশ্নঃ মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে।
প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহে।
প্রশ্নঃ সুরমা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণাংশে।
প্রশ্নঃ সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ মায়ানমার বাংলাদেশ সীমান্তের আরাকান পর্বতে।
প্রশ্নঃ তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চলের চিতামুহ্রদ হতে।
প্রশ্নঃ হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ খাগড়াছড়ির বদনাতলীর পর্বতশৃঙ্গ।
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ তব্বতের কৈলাশশৃঙ্গের মান্স সরোবরহ্রদ হতে।
প্রশ্নঃ যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ তব্বতের কৈলাশশৃঙ্গের মান্স সরোবরহ্রদ হতে (ব্রম্মপুত্রের মতো)।
প্রশ্নঃ করতোয়া নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চলে।
প্রশ্নঃ মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ লামার মাইভার পর্বত হতে।
প্রশ্নঃ ফেনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ পার্বত্য ত্রিপুরা পাহাড়ে।
প্রশ্নঃ গোমতী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ত্রিপুরা পাহাড়ের ডুমুরে।
প্রশ্নঃ খোয়াই নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ত্রিপুরার আঠারমুড়া পাহাড়ে।
প্রশ্নঃ মুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ত্রিপুরার লুসাই পাহাড়ে।
প্রশ্নঃ মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড়ে।
প্রশ্নঃ সুরমা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণাংশে।
নদী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে? [২৫তম বিসিএস]
উত্তরঃ মিজোরাম।
প্রশ্নঃ যমুনা নদী কোথায় পতিত হয়েছে? [১৪তম বিসিএস]
উত্তরঃ পদ্মায়।
প্রশ্নঃ ব্রম্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? [১৩তম বিসিএস]
উত্তরঃ কৈলাস শৃঙ্গ।
প্রশ্নঃ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? [ঢাবি, ঘ- ইউনিট: ১১-১২]
উত্তরঃ করতোয়া।
প্রশ্নঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? [মেডিকেল: ০৭-০৮]
উত্তরঃ হালদা।
প্রশ্নঃ তিস্তা নদীর উৎপত্তি স্থল- [ঢাবি, খ- ইউনিট: ২০১৭-১৮]
উত্তরঃ সিকিম।
প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি? [চবি ‘বি৭’ ইউনিট ২০১৫-১৬]
উত্তরঃ আসামের লুসাই পাহাড়।
প্রশ্নঃ তিস্তা নদীর উৎপত্তি স্থল
এগুলো বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা এবং চাকরি পরিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
তো এই ছিলো বাংলাদেশের নদ নদীর উৎপত্তিস্থল ।আরটিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন। আপনার যদি কিছু বলার থাকে কিংবা কোনভুল তথ্য পেয়ে থাকেন তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানান।