বাজেট রেখার বৈশিষ্ট্য

বাজেট রেখার বৈশিষ্ট্য
বাজেট রেখার বৈশিষ্ট্য
যে রেখার বিভিন্ন বিন্দু ভােক্তার আয় ও ব্যয়ের সমতা নির্দেশ করে তাকে বাজেট রেখা বলে। আবার এভাবেও
বলা যায় যে, নির্দিষ্ট আয়ে দুটি পণ্যের কি পরিমাণ ক্রয় করা সম্ভব তা যে রেখার মাধ্যমে দেখানাে যায় তাকে
বাজেট রেখা বলে। ভােজার বাজেট রেখাকে আবার সংক্ষেপে দাম রেখা (Price line)ও বলে। নিম্নে বাজেট
রেখার বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলাে:
১। বাজেট রেখার সব বিন্দু ভােক্তার আয় ও ব্যয়ের সমতা নির্দেশ করে। এর কারণ হল ভােক্তা সম্পূর্ণ আয়
দু’টি পণ্যের ওপর ব্যয় করে।
২। বাজেট রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। এর কারণ হল একটি পণ্যের ওপর ব্যয়ের পরিমাণ
বাড়ানাে হলে অপর পণ্যের ওপর ব্যয়ের পরিমাণ কমাতে হয় (যেহেতু মােট ব্যয় সমান)।
৩। বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে।
৪। বাজেট রেখার ঢাল সব বিন্দুতে স্থির থাকে। তাই বাজেট রেখা সরলাকৃতির হয়ে থাকে। এর কারণ হল
এই এই যে বিবেচ্য সময়ে দুটি পণ্যের দাম ও ক্রেতার আয় স্থির থাকে বলে ধরে নেয়া হয়।
৫। বাজেট রেখার সব বিন্দু ভােক্তার সমান ক্রয়ক্ষমতা নির্দেশ করে।
আরো পড়ুনঃ বাজেট রেখা বিস্তারিত আলোচনা।