ব্লগ
বাজেট রেখা কাকে বলে?

বাজেট রেখা কাকে বলে?
বাজেট রেখা কাকে বলে ?
যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের দাম এবং ভােক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে তাকে
বাজেট রেখা বলে। উল্লেখ্য, বাজেট রেখাকে আবার দাম রেখাও (Price Line) বলা হয়।
বাজেট রেখা মূলত নির্দিষ্ট আয়ে ভােক্তার ক্রয়ক্ষমতা নির্দেশ করে। ভােক্তা নির্দিষ্ট আয়ের বিনিময়ে দুটি পণ্যের যেসব সম্ভাব্য সংমিশ্রণ ক্রয় করতে পারে তা বাজেট রেখার মাধ্যমে দেখানাে হয়। তাই বাজেট রেখাকে আবার সম্ভাব্য ভােগ রেখাও (Consumption Possibility Curve) বলে।
আরো পড়ুনঃ বাজেট রেখা বিস্তারিত আলোচনা।