এইচএসসি বাংলা ১ম

বিড়াল প্রবন্ধ mcq

বিড়াল প্রবন্ধ mcq:

এখানে  বিড়াল প্রবন্ধ হতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা mcq সহ মোট ৮০+ mcq এবং উত্তর দেওয়া আছে। এগুলো একটু দেখে নিলে আশা করি এইচএসসি তে mcq কমন পড়বে। mcq গুলোর সঠিক উত্তর নিছে দেওয়া আছে।

এটা দিয়ে আপনি নিজেকে যাচাই করার জন্য একটা পরীক্ষা ও দিয়ে দিতে পারেন। একটা খাতা নিয়ে বসে পড়ুন এবং নিদিষ্ট একটা টাইম সিলেক্ট করে mcq গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। তারপর নিচে দেওয়া সঠিক উত্তরের সাথে মিলিয়ে দেখুন আপনি কত পেয়েছেন। ফলাফল দেখেই বুঝতে পারবেন আপনি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত।

আর আপনি যদি বিড়াল গল্পটি না পড়ে থাকেন তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য গুলো দেখে নিন। তারপর mcq গুলোর উত্তর দিতে আবার ফিরে আসুন। আশা করি আপনি সবগুলোর সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন।

বিড়াল প্রবন্ধ এর গুরুত্বপূর্ণ MCQ

০১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চার শুরু হয় কীসের মাধ্যমে?
A. উপন্যাস
B. প্রবন্ধ
C. কবিতা
D. ছােটগল্প

০২. মার্জারের মতে, তিনদিন উপবাস করলে বিচারক কী করবেন?
A. ন্যায় বিচার করবেন
B. চুরি করে খেতে চাইবেন
C. চোরের কষ্ট বুঝবেন
D. চোরের প্রতি সদয় হবেন

০৩. ‘বিড়াল” রচনায় বিড়ালের চামড়ার রং কেমন?
A. বাদামী
B. কালাে
C. সাদা
D. মিশ্র

০৪. কমলাকান্ত নেশার ঘােরে নিজেকে কী ভেবেছিলেন?
A. মার্জার
B. ওয়েলিংটন।
C. নেপােলিয়ন
D. ডিউক

০৫. অপরিমিত লােভ ভালাে নহে-উক্তিটি কার?
A. ডিউকের
B. প্রসন্নের
C. মার্জার
D. কমলাকান্তের

০৬. কমলাকান্ত রচনাটি কয় অংশে বিভক্ত?
A. ১ অংশ
B. ৩ অংশ
C. ২ অংশ
D. 8 অংশ

০৭. ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
A. ১৮১৩
B. ১৮১৫
C. ১৮১৭
D. ১৮১৯

০৮. নেপােলিয়ন বােনাপার্ট কত সালে জন্মগ্রহণ করেন?
A. ১৭৬৯
B. ১৭৭০
C. ১৭৭১
D. ১৮১৯

০৯. চক্ষু চাহিয়া ভালাে করিয়া দেখিলাম যে, ওয়েলিংটন নহে। একটি ক্ষুদ্র মার্জার। এখানে মার্জার আসলে কী?
A. ইঁদুর
B. বিড়াল
C. টিকটিকি
D. পতঙ্গবিশেষ

১০. দুধ খেয়ে ফেলার পর কমলাকান্ত বিড়ালের ওপর রাগ করতে পারেনি কেন?
A. দুধের ওপর বিড়ালের অধিকার আছে বলে
B. বিড়ালটি জ্ঞান বুদ্ধিহীন প্রাণী বলে
C. দুধের মালিক কমলাকান্ত নিজে নয় বলে
D. কমলাকান্ত শান্ত, ন্দ্র, নমনীয় মানুষ বলে

১১. ‘এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা’ -কমলাকান্ত কী অনুসারে বলেছিল?
A. নিয়ম
B. প্রথা
C. প্রবাদ
D. বাগধারা

১২. কত সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়?
A. ১৮৫০
B. ১৮৫১
C. ১৮৫২
D. ১৮৫৩

১৩. ‘বিড়াল’ গল্পে কে শয়নগৃহে ঝিমাচ্ছিল?
A. বিড়াল
B. প্রসন্ন
C. কমলাকান্ত
D. নেপােলিয়ন

১৪. কমলাকান্তের কল্পনায়, কে বিড়ালত্ব প্রাপ্ত হয়?
A. হ্যামিল্টন
B. ওয়েলিংটন
C. টিমােথিয়ন
D. নেপােলিয়ন

১৫. ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের নিকট কী ভিক্ষা করতে আসে?
A. আফিং
B. দুধ
C. কাপড়
D. মাছের কাটা

১৬. কমলাকান্ত ভালােভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পায়?
A. কবুতরকে
B. প্রসন্নকে
C. মার্জারকে
D. নসীবাবুকে

১৭. কী কারণে কমলাকান্ত ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন?
A. স্মৃতি মনে পড়ে যাওয়ায়
B. এ বিষয়ক গল্প হচ্ছিল
C. তখন ওয়াটার লু যুদ্ধ চলছিল
D. তিনি নেশাগ্রস্ত ছিলেন

১৮. প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কী?
A. মার্জারী
B. মঙ্গলা।
C. ধবলী
D. শ্যামলী

১৯. যারা চোরের নামে শিহরিয়া উঠেন, তাঁরা মানুষের অপেক্ষা কেমন?
A. ধার্মিক
B. অধার্মিক
C. কপট
D. ভয়ঙ্কর

২০. সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তােমরা খাইবে’-এখানে তােমরা কারা?
A. বিড়ালরা
B. মানুষরা
C. অধার্মিকরা
D. চোরেরা

২১. ‘আমরা কিছু পাইব না কেন? এখানে আমরা কারা ?
A. বিড়ালরা।
B. মানুষরা।
C. অধার্মিকরা
D. চোরেরা।

২২. অনেক সাধু চোরের নামে কী করেন?
A. শিহরিয়া উঠেন
B. পাষাণবৎ হন
C. প্রেতবৎ নাচেন
D. ঝিমাতে থাকেন

২৩, আহার অভাবে বিড়ালের উদর কীরূপ হয়েছে?
A. বিনত
B. কৃশ
C. ফুলা
D. লােমশ

২৪. আহারাভাবে বিড়ালের জিহ্বা কীরূপ হয়েছে?
A. কৃশ হয়েছে
B. ঝুলে পড়েছে
C. বিনত হয়েছে
D. শুকিয়ে গেছে

২৫. বিড়ালের আঙ্গুল আহারাভাবে কীরূপ ধারণ করেছে?
A. কৃশ
B. বাঁকা
C. বিনত
D. স্কুল

বিড়াল প্রবন্ধ এর আরো কিছু mcq

২৬. আহারাভাবে বিড়ালের দাঁতের পরিণতি কী হয়েছে?
A. কৃশ হয়েছে
B. ঝুলে পড়েছে
C. নীত হয়েছে
D. বাহির হয়েছে

 

২৭. আহারাভাবে বিড়ালের কী পরিদৃশ্যমান?
A. অস্থি
B. উদর
C. লাঙ্গুল
D. জিহ্বা

২৮. কমলাকান্তের বর্ণনা অনুযায়ী বিড়ালটির আকার ও বর্ণ কীরূপ?
A. ক্ষুদ্র, কৃষ্ণবর্ণ
B. মাঝারি, কৃষ্ণবর্ণ
C. ক্ষুদ্র, শ্বেতবর্ণ
D. মাঝারি, শ্বেতবর্ণ

২৯. মার্জারী কাকে চিনত?
A. প্রসন্নকে
B. কমলাকান্তকে
C. মঙ্গলাকে
D. বিড়ালকে

৩০, ‘আমি তােমার ধর্মের সহায়”। কথাটি কে বলেছে?
A. বিড়াল
B. প্রসন্ন
C. কমলা
D. মৃঙ্গলা

৩১. ‘বিড়াল’ রচনা’য় বিড়াল নিজেকে কী বলেছে?
A. বিজ্ঞ চতুষ্পদ
B. অধার্মিক ‘চতুষ্পদ
C. কৃপণ চতুষ্পদ
D. সাধু চতুষ্পদ

৩২. পরাস্ত হলে কারা উপদেশ প্রদান করে?
A. বিজ্ঞ লােক
B. মাতাল লােক
C. মূর্খ লােক
D. পাকা লােক

৩৩. কমলাকান্ত বিড়ালটিকে কতটুকু আফিং দিতে চাইল?
A. এক কৌটা
B. সরিষাভাের
C. দশগ্রাম
D. দুই দানা

৩৪. কমলাকান্তের ঘরে কীসের উপর চঞ্চল ছায়া নাচছে?
A. দেয়ালের
B. বিড়ালের
C. চারপায়ীর
D. যষ্টির

৩৫. ‘বিড়াল’ রচনায় কমলাকান্ত আর কাকে অতিরিক্ত পুরস্কার দিতে চায় না?
A. নেপােলিয়নকে
B. ডিউক মহাশয়কে
C. কমলাকান্তকে
D. মার্জার সুন্দরীকে

৩৬. “বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল”-কীসে?
A. মেও স্বরে
B. দুধ চুরিতে
C. অধার্মিকতায়
D. কৃপণতায়

৩৭. মনুষ্যকূলে কুলাঙ্গার হতে চায় না কে?
A. কমলাকান্ত
B. প্রসন্ন
C. নেপােলিয়ন
D. ওয়েলিংটন

৩৮. মারপিট কেন?’- কার উক্তি?
A. কমলাকান্তের
B. প্রসন্নের
C. বিড়ালের
D. ধনীর

৩৯. তােমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর।- কে বলেছে?
A. নেপােলিয়ন
B. বিড়াল
C. কমলাকান্ত
D. ওয়েলিংটন

৪০. ‘বিড়াল’ রচনায় বিড়াল কোথায় মেও মেও করে ঘুরে বেড়ায়?
A. ঘরে ঘরে
B. প্রাচীরে প্রাচীরে
C. ভাণ্ডার ঘরে
D. নর্দমায় নর্দমায়

৪১. চুরি করার প্রয়ােজন নেই বলে কারা চুরি করেন না?
A. সাধুরা।
B. বিড়ালর
C. কৃপণরা
D. ধনীরা

৪২. সমাজের প্রধান ব্যক্তিকে কী বলা যায়?
A. ন্যায়ালংকার
B. ডিউক
C. নৈয়ায়িক
D. শিরােমণি

৪৩. জলযােগ কী?
A. পানি পূর্ণ করা
B. জলদান
C. হালকা খাবার
D. তরল খাবার

৪৪. ‘ব্যুহ’ শব্দের অর্থ কী?
A.ধূম্রজাল
B. বাহু
C. বেষ্টনী
D. মায়া

৪৫. ওয়েলিংটন কে ছিলেন?
A. ডিউক
B. জর্জ
C. জেনারেল
D. কর্নেল

৪৬. নেপােলিয়ন কোথায় মৃত্যুবরণ করেন?
A. সেন্ট হার্মিস দ্বীপে
B. সেন্ট জর্জেস দ্বীপে
C. সেন্ট হেলেনা দ্বীপে
D. সেন্ট আলভিনাে দ্বীপে

৪৭. মিট মিট করিয়া ক্ষুদ্র আলাে জ্বলিতেছে’ -এখানে মিট মিট কী ধরনের শব্দ?
A. বিশ্লেষণ
B. শব্দদ্বিত্ব
C. অপিনিহিতি
D. প্রকৃতি

৪৮. নিচের কোনটি বিড়ালের ডাক?
A. ঘেউ ঘেউ
B. কা কা ।
C. মৈও মেও
D. কুহু কুহু

৪৯. ‘বিড়াল’ -এর প্রতিশব্দ নিচের কোনটি?
A. বড়াল
B. পুষি
C. মুষিক
D. মার্জার

৫০. ‘তেলা মাথায় তেল দেওয়া’ একটি কী ধরনের বাক্য?
A. ব্যাসবাক্য
B. প্রবাদ বাক্য
C. বাগধারা
D. বিশেষ বাক্য

৫১. ‘তেলা মাথায় তেল দেওয়া’ কার রােগ?
A. কমলাকান্ত
B. বিড়াল
C. মনুষ্যজাতি
D. তেলাপােকা

৫২. কতজন দরিদ্রকে বঞ্চিত করে একজনের আহার্য সংগ্রহ করা হয়?
A. তিনশ
B. চারশ
C. পাঁচশ
D. ছয়শ

৫৩. যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে’-এটি কার মত?
A. বিজ্ঞ লােক
B. বিড়াল
C. কমলাকান্ত
D. পণ্ডিত

উত্তরমালা:
০১.C | ০২.B | ০৩.B | ০৪.C | ০৫.C | ০৬.B | ০৭.B | ০৮.A | ০৯.B | ১০.A | ১১.B | ১২.C | ১৩.C | ১৪.B | ১৫.A | ১৬.C | ১৭.D | ১৮.B | ১৯.B | ২০.B | ২১.A | ২২.A | ২৩.B | ২৪.B | ২৫.C | ২৬.D | ২৭.A | ২৮.A | ২৯.B | ৩০.A | ৩১.A | ৩২.A | ৩৩.B | ৩৪.A | ৩৫.B | ৩৬.A | ৩৭.A | ৩৮.C | ৩৯.B | ৪০.B | ৪১.A | ৪২.D | ৪৩.C | ৪৪.C | ৪৫.A | ৪৬.C | ৪৭.B | ৪৮.C | ৪৯.D | ৫০.B | ৫১.C | ৫২.C | ৫৩.B |

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বিড়াল প্রবন্ধ এর mcq গুলো

ঢাকা বিশ্ববিদ্যালয়

০১. ‘কেহ মরে বিল ঘেঁচে, কেহ খায় কই’ মার্জার যেভাবে কথাটি বলেছিল- [B, ১৮-১৯]
A. ঝিমােতে ঝিমােতে
B. খেতে খেতে
C. মনে মনে হেসে
D. চারটি পা ওপরে তুলে

০২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ’ একটি- [D, ১৮-১৯]
A. গল্পগ্রন্থ।
B. মিথ-আশ্রয়ী উপন্যাস
C. ঐতিহাসিক উপন্যাস
D. রম্যরচনা

০৩. ‘বিড়াল’ প্রবন্ধ অনুসারে কোন কথাটি অসামঞ্জস্যপূর্ণ? [A, ১৭-১৮]
A. খেতে পেলে কে চোর হয় না
B. ধনীরাই সবচেয়ে বড় চোর
C. অনেকের চুরি করার প্রয়ােজন হয় না
D. ধনীগণ চোর অপেক্ষা অধার্মিক

০৪. বঙ্কিমচন্দ্রের বক্তব্য অনুসারে যুক্তিতে পরাস্ত হলে সমাজের তথাকথিত বিজ্ঞলােকেরা কী বলে? [D, ১৭-১৮]
A. ক্ষুব্ধ আচরণ করে
B. অপমানিত বােধ করে
C. উপদেশ প্রদান করে
D. শঠতার আশ্রয় নেয়

০৫. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী? [D, ১৭-১৮]
A. সাধনা
B. কালি ও কলম
C. বঙ্গদর্শন
D. বঙ্গভারতী

০৬. ‘সরিষাভাের’ শব্দটি কোন রচনায় পাওয়া যায়? [A ১৭-১৮]
A. বিড়াল
B. চাষার দুক্ষু
C. অপরিচিতা
D. সেই অস্ত্র

উত্তরমালা
১.C | ২.C | ৩.B | ৪.C | ৫.C | ৬.A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ আসা বিড়াল প্রবন্ধ এর mcq

০১. ‘বি’ শব্দের অর্থ কোনটি? [B(সকাল),১৮-১৯]
A. বর্ণনা
B. গর্ত
C. বরছাড়া
D. বর্বর

০২. ‘বিড়াল’ – এর প্রথমাংশ কোন ধরনের রচনা [B(সকাল),১৮-১৯]
A. ব্যঙ্গাত্মক
B. স্মৃতিচারণমূলক
C. হাস্যরসাত্মক
D. রােমাঞ্চকর

০৩. কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা নয়? [D(সকাল),১৮-১৯]
A. কৃষ্ণচরিত্র
B. বৈকুণ্ঠের খাতা
C. আনন্দমঠ
D. Rajmohan’s Wife

০৪. ১৮৫২ সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কোন ধরনের সাহিত্যকর্ম প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চার শুরু? [B(বিকাল),১৮-১৯]
A. প্রবন্ধ
B. ছােটগল্প
C. উপন্যাস।
D. কবিতা

০৫. কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? [A(বিকাল),১৮-১৯]
A. ছােটগল্প
B. কবিতা
C. রঙ্গব্যঙ্গমূলক গদ্য
D. উপন্যাস।

০৬. ‘কমলাকান্তের জবানবন্দি’ প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়, সেটির নাম – [C, ০৯-১০]
A. সবুজপত্র
B. সংবাদ প্রভাকর
C. তত্ত্ববােধিনী
D. বঙ্গদর্শন

০৭. বাংলা উপন্যাসের জনক কে? [B, ১৫-১৬]
A. রবীন্দ্রনাথ
B. শরৎচন্দ্র
C. বঙ্কিমচন্দ্র
D. বিভূতিভূষণ

০৮. ‘মার্জার বিদায় হইল।’ বাক্যটি কোন রচনার অন্তর্গত? [G, ১৬-১৭]
A. আমার পথ
B. অপরিচিতা
C. চাষার দুক্ষু
D. বিড়াল

০৯. বঙ্কিমচন্দ্রের সাহিত্যচর্চার শুরু কোন পত্রিকার মাধ্যমে? [F, ১৬-১৭]
A. সংবাদ প্রভাকর
B. তত্ত্ববােধিনী
C. বঙ্গদর্শন।
D. সবুজপত্র

উত্তরমালা
১.B | ২.C | ৩.B | ৪.D | ৫.C | ৬.D | ৭.C | ৮.D | ৯.A |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

০১. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? [B3, ১৮-১৯]
A. মাইকেল মধুসূদন দত্ত
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. জীবনানন্দ দাশ
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

০২. ‘বিড়াল’ গল্প অনুসারে কোনটি পরমধর্ম? [F, ১৮-১৯]
A. আত্ম উপলব্ধি
B. খাবার সরবরাহ
C. পরােপকার
D. ন্যায়বিচার করা

০৩. ‘চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা —-।’ শূন্যস্থানে কোনটি বসবে? [I, ১৭-১৮]
A. বহু গুণে দোষী
B. শত গুণে দোষী
C. হাজার গুণে দোষী
D. শত গুণে নিকৃষ্ট

০৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত ‘বিড়াল’ কী ধরনের রচনা? [A, ১৭-১৮]
A. উপন্যাস
B. প্রবন্ধ
C. গল্প
D. কবিতা

০৫. কোন উপন্যাসগুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের?
[C, ১৭-১৮]
A. কালান্তর, সাম্য, বিবিধ প্রসঙ্গ
B. বিজ্ঞান রহস্য, কৃষ্ণচরিত্র, লােক রহস্য
C. ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, আরণ্যক
D.কপালকুণ্ডলা, মৃণালিনী, সীতারাম

০৬. কোন প্রবন্ধগুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের? [C, ১৭-১৮]
A. কালান্তর, সাম্য, বিবিধ প্রসঙ্গ
B. বিজ্ঞান রহস্য, কৃষ্ণচরিত্র, লােক রহস্য
C. ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রজনী
D. কপালকুণ্ডলা, মৃণালিনী, আরণ্যক

০৭. কোন উপন্যাসগুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের? [C, ১৭-১৮]
A. দুর্গেশনন্দিনী, চন্দ্রশেখর, যােগাযােগ
B. বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরাণী
C. আনন্দমঠ, চতুরঙ্গ, পথের দাবি
D. কপালকুণ্ডলা, মৃণালিনী, চোখের বালি

উত্তরমালা
১.D | ২.C | ৩B | ৪.B | ৫.D | ৬.B | ৭.B |

রাজশাহী বিশ্ববিদ্যালয়

০১. ‘বিড়াল’ প্রবন্ধে পতিত আত্মা কে? [A, ১৮-১৯]
A. কমলাকান্ত
B. মার্জার
C. ডিউক
D. নমীরাম বাবু

০২. বঙ্কিমচন্দ্রের উপন্যাস কোনটি? [A, ১৩-১৪]
A. রজনী
B. আনন্দমঠ
C. কৃষ্ণকান্তের উইল
D. সবগুলাে

০৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? [A, ১৭-১৮]
A. কপালকুণ্ডলা
B. বিষবৃক্ষ
C. দুর্গেশনন্দিনী
D. আনন্দমঠ

০৪. বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন? [A, ১৭-১৮]
A. ১৮৯১
B. ১৮৯৪
C. ১৮৯২
D. ১৮৯৩

০৫. ‘বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। এ উক্তির মাধ্যমে কী বােঝানাে হয়েছে? [C, ১৭-১৮]
A. সাহসী আচরণ করা
B. অস্বাভাবিক আচরণ করা
C. স্বাভাবিক আচরণ করা।
D. প্রথাগত আচরণ প্রদর্শন করা

০৬. ‘বিড়াল’ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কাদের অধিকারের কথা বলেছেন? [E, ১৭-১৮]
A. শােষক-শােষিতের
B. ধনী-দরিদ্রের
C. সাধু-চোরের
D. সকলের

উত্তরমালা
১. B | 2.D | ৩.C | ৪.A | ৫.D | ৬.D |

তো এই ছিল বিড়াল প্রবন্ধ এর mcq সমূহ। আশা করি পরীক্ষায় কমন পড়বে। প্রয়োজন মনে করলে আপনার বন্ধুদের সাথেও এই আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button