ব্লগ

বিভিন্ন বিষয়ের জনকের নাম

দেখে নিন বিভিন্ন বিষয়ের জনকের নাম গুলো।

প্রশ্নঃ শূন্যের (০) জনক কে?
উত্তরঃ আর্যভট্ট।

প্রশ্নঃ আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ জন লক।

প্রশ্নঃ অর্থনীতির জনক কে?
উত্তরঃ এড্যাম স্মিথ?

প্রশ্নঃ আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ পল স্যামুয়েলসন।

প্রশ্নঃ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ উইলহেম উন্ড।

প্রশ্নঃ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ড. উইলহেলম উন্ড।

প্রশ্নঃ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ সিগমুন্ড ফ্রয়েড?

প্রশ্নঃ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ কোপার্নিকাস।

প্রশ্নঃ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী।

প্রশ্নঃ ইতিহাস দর্শনের জনক কে?
উত্তরঃ ইবনে খালদুন।

প্রশ্নঃ ইসলামের ইতিহাসের জনক কে?
উত্তরঃ আল মাসুদী।

প্রশ্নঃ ব্যাবস্থাপনার জনক কে?
উত্তরঃ পিটার ড্রাকার।

প্রশ্নঃ আধুনিক দর্শনশাস্রের জিনক কে?
উত্তরঃ রেঁনে ডেকার্ত।

প্রশ্নঃ গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ এরিস্টটল।

প্রশ্নঃ সমাজবিজ্ঞানের জনক ?
উত্তরঃ আগাস্ট কোঁৎ।

প্রশ্নঃ ব্যক্তিস্বতন্ত্র‍্যবাদের জনক কে?
উত্তরঃ জন স্টুয়ার্ট মিল।

প্রশ্নঃ কমিউনিজম বা গণসাম্যবাদের জনক কে?
উত্তরঃ কার্ল মার্কস।

প্রশ্নঃ কনফুসিয়াসবাদের জনক কে?
উত্তরঃ কনফুসিয়াস।

প্রশ্নঃ দ্বি-জাতি তত্ত্বের জনক কে?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রশ্নঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল।

প্রশ্নঃ সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাস্ট কোৎ।

প্রশ্নঃ ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ জিওফ্রে চসার।

প্রশ্নঃ বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ ইংরেজী নাটকের জনক কে?
উত্তরঃ শেক্সপিয়ার।

প্রশ্নঃ আধুনিক বাংলা কবিতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্নঃ বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ দ্বীন বন্ধু মিত্র।

প্রশ্নঃ বাংলা ছোট গল্পের জনক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ইতিহাসের জনক কে?
উত্তরঃ হেরোডোটাস।

প্রশ্নঃ বাংলা চলিত গদ্য রীতির জন কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।

প্রশ্নঃ দর্শনশাস্ত্রের জনক কে?
উত্তরঃ সক্রেটিস।

প্রশ্নঃ বাংলা নতুন গদ্য ধারার জনক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।

প্রশ্নঃ আন্তর্জাতিক সম্পর্কের জনক কে?
উত্তরঃ হ্যান্স জে মর্গেনথ্যু।

বিভিন্ন বিষয়ের জনকের নাম

প্রশ্নঃ হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লুকা প্যাসিউলী।

প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ক।

প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ।

প্রশ্নঃ WWW এর জনক কে?
উত্তরঃ টিম বার্নাস লি।

প্রশ্নঃ ফেইসবুকের জনক কে?
উত্তরঃ মার্ক জাকারবার্গ।

প্রশ্নঃ টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডরসে।

প্রশ্নঃ গুগলের জনক কে?
উত্তরঃ ল্যারি পেইজ, সের্গেই ব্রিন থেলিস।

প্রশ্নঃ ই-মেইল এর জনক কে?
উত্তরঃ বলোন বমেটাজ।

প্রশ্নঃ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থেলিস

প্রশ্নঃ বীজ গণিতের জনক কে?
উত্তরঃ আল খোয়ারিজমি।

প্রশ্নঃ শ্রেণীবিদ্যার জনক কে?
উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস

প্রশ্নঃ উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থিওফ্রাস্টাস।

প্রশ্নঃ ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ নিউটন।

প্রশ্নঃ এনাটমির জনক কে?
উত্তরঃ আঁন্দ্রে ভেসালিয়াস।

প্রশ্নঃ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ হিপোক্রেটিস।

প্রশ্নঃ গণিতশাস্ত্রের জনক কে?
উত্তরঃ আর্কিমিডিস।

প্রশ্নঃ শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে

প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ইবনে সিনা।

প্রশ্নঃ জীবাণুবিদ্যার জনক কে?
উত্তরঃ লুই পাস্তুর।

প্রশ্নঃ প্রাণিবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল।

প্রশ্নঃ জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড।

আরো কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ বংশগতির জনক কে?
উত্তরঃ গ্রেগার মেন্ডেল।

প্রশ্নঃ বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্রেগার জোহান মেন্ডেল।

প্রশ্নঃ ভূগোলের জনক কে?
উত্তরঃ ইরাতেস্থিনিস।

প্রশ্নঃ রসায়নের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান।

প্রশ্নঃ আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ জন ডালটন।

প্রশ্নঃ সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ হার্বার্ট স্পেন্সার।

প্রশ্নঃ বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন।

প্রশ্নঃ ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তরঃ আলফ্রেড নোবেল।

প্রশ্নঃ সামস্টিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ জে এম কেইনস।

প্রশ্নঃ আমলাতন্ত্রের জনক কে?
উত্তরঃ ম্যাক্স ওয়েবার।

প্রশ্নঃ সবুজ বিপ্লবের জনক কে?
উত্তরঃ নরম্যান বোরল্যাগ।

প্রশ্নঃ আধুনিক মুদ্রণ পদ্ধতির জনক কে?
উত্তরঃ জোহানেস গুটেনবার্গ।

প্রশ্নঃ তবলার উদ্ভাবক কে?
উত্তরঃ আমির খসরু।

প্রশ্নঃ ফ্যাসিজম-এর প্রবক্তা কে?
উত্তরঃ মুসোলিনী

প্রশ্নঃ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ এফ. ডাব্লিউ. টেইলর।

প্রশ্নঃ স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রবার্ট ব্যাডেন পাওয়েল।

প্রশ্নঃ ভূ-আকৃতি বিদ্যার জনক কে?
উত্তরঃ টলেমি।

প্রশ্নঃ আধুনিক আন্তর্জাতিক আইনের জনক কে?
উত্তরঃ হুগো গ্রসিয়াস।

সুতরাং এই ছিলো বিভিন্ন বিষয়ের জনকের নাম গুলো।

এগুলো বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা এবং চাকরি পরিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

আরটিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন। আপনার যদি কিছু বলার থাকে কিংবা কোনভুল তথ্য পেয়ে থাকেন তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানান।

আরো পড়ুনঃ বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button